আজকাল বাজার গেলেই শাকসবজির আকাশ ছোঁয়া দাম। এখন তো বিশেষ করে পেঁয়াজ, যার বেশ কয়েক সপ্তাহ অগ্নিমুল্য চলছে। ৫০ থেকে ১০০ থেকে ১৫০ আবার কোথাও কোথাও ২০০ ও ছুঁয়ে গেল। আবার কিছুদিন হল আলুর দাম ও বাড়তে শুরু করেছে। তো এভাবেই কখনো পেঁয়াজ কখনো আলু কখনো অন্য কোন প্রয়োজনীয় সব্জির দাম বেড়ে ই থাকে। তো সেই সমস্ত দামী সব্জির বদলে সেই সময়টায় অন্য সস্তা কি খাওয়া যেতে পারে যাতে পুষ্টি তে কোন ঘাটতি না পড়ে। সেই তথ্য ই এই ভিডিও তায় শেয়ার করেছি বাংলা ভাষায়।
In English: This video is about the cheap alternative to the costly vegetables available throughout the year. Such as right now onion is very costly, touching the territory of 150-200 per kg. And this video is about the alternatives to this onion or other vegetables with similar nutrients. This video is in Bengali language.
0 Comments